ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চাকুরী শেষে আমি এলাকায় এসেছি; কিন্তু এতে কিছু লোকের এতো মাথা ব্যাথা কেন----লেফটেন্যান্ট জেনারেল(অবঃ)
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৮ ১৪:৩৫:০৫

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েলের আগমন উপলক্ষে প্রান্তিক জনকল্যাণ সংস্থার আয়োজনে গতকাল ২৮শে নভেম্বর বিকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 অবসরপ্রাপ্ত শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শামসুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে এস এম মতিউর রহমান জুয়েল বলেন, চাকুরী থেকে অবসর শেষে আমি আমার এলাকায় এসেছি। এতে কিছু লোকের এতো মাথা ব্যাথা কেন। প্রান্তিক জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। শৈশব কাল থেকে আমি আমার এলাকার মানুষের সাথে চলছি। চাকুরী করার সময় বেশি সময় আসতে পারিনি। এখন অবসরে আছি। এখন নিয়মিত এলাকায় থাকব।

 তিনি দৃঢ়তার সাথে বলেন, আমি আগেই বলেছি- এখন পর্যন্ত আমি রাজনীতি করব বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কের কথা প্রকাশ করিনি। প্রকাশ করিনি এর অর্থ এই নয় যে, আমার মনের মধ্যে কিছু নেই। রাজনীতি যদি করতে হয়, এটি আমার স্বাধীনতা। সময় মতো আপনারা জানতে পারবেন। সময় পরিবেশ মতো আমি আমার সিদ্ধান্ত জানাব। কিন্তু এর জন্য অন্যদের গাত্রদাহ কেন।

 তিনি বলেন, প্রশাসনের সীমাবদ্ধতা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে তারা কাজ করছে। ওপার থেকে কে ফোনে কি বল্লো আর আপনারা চাঁদা দিয়ে দিবেন এমনটি করা ঠিক না। নিজেদের সচেতন হতে হবে। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

 অসাধু কিছু লোক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করার কারণে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন হয়েছে। পদ্মা নদীর ভাঙন ও স্থানীয় কিছু লোকের বিরোধিতার কারণে কালুখালীতে ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠায় ধাক্কা খেয়েছে বলে তিনি মন্তব্য প্রকাশ করেন।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়বর হোসেন। মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউদ্দিন, বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ঢাকা জর্জ কোর্টের আইনজীবী মোঃ আব্দুস সাত্তার, সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আতাহার হোসেন, সরিষা প্রেমটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরিফুল হুদা সাগর, কোলানগর একাডেমীর প্রধান শিক্ষক ভজন কুমার, সরিষা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কমল কৃষ্ণ (জয় বাবু)সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বহু লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 মানপত্র পাঠ করেন মৃগী শহীদ দিয়ানক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ কালাম। স্বরচিত কবিতা আবৃত্তি করেন সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের কর্মচারী আব্দুস সালাম।

 অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা এস.এম মতিউর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানান। সরিষা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কমল কৃষ্ণ (জয় বাবু) বাদ্যযন্ত্র ও অনুসারী লোকজনসহকারে মিছিল নিয়ে সুধী সমাবেশে যোগ দেন।

 
রাজবাড়ী সরকারী শিশু পরিবার ও মাদ্রাসায় কম্বল ফল নিয়ে ডিসি
রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা ও গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কিত সভা
 ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাতে রাজবাড়ীতে তাসনিম জারা
সর্বশেষ সংবাদ