ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রাজবাড়ীতে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন॥স্মারকলিপি পেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০২ ১৪:১৪:৫৪

 রাজবাড়ীতে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিষিদ্ধ ড্রামে খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে গতকাল ২রা ডিসেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা কুনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) মানববন্ধন করেছে।

 মানববন্ধনে জেলা কুনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের(ক্যাব) সহ-সভাপতি মুকুল সরকারের সভাপতিত্বে ও  কুনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় পাংশা প্রতিনিধি কে এ দানিয়েল সিফাত, বালিয়াকান্দি প্রতিনিধি শাহজাহান সিদ্দিক, কালুখালী প্রতিনিধি শেখ মোঃ মাসুদ রানা, গোয়ালন্দ প্রতিনিধি শাহজাহান বিশ্বাস ও ব্যবসায়ী জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

 মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে বাজারে পেয়াঁজ ও আলুর অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পেয়েছে। আলু যখন উৎপাদন হয় তখন দাম থাকে ২০ থেকে ২৫ টাকা। সেই আলু আজ আমরা সাধারণ মানুষ ৮০ টাকা কেজি কিনে খাচ্ছি। এটা হতে পারে না। স্বাধীন দেশে এটা অবশ্যই অন্যায়। এই অন্যায়কে ভাঙতে হবে। আগে যেমন ছিল পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, সিন্ডিকেট বড় বড়। এখন তো আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নেই, নেতা নাই এখন কেনো জিনিসের দাম বাড়ছে। বর্তমানে দেখা যাচ্ছে বিগত দিনের থেকে জিনিসের দাম হু হু করে বাড়ছে। আমরা কেনো জুলুমের শিকার হচ্ছি। এর মূল কারণ হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া আইনে নিষিদ্ধ ড্রামে খোলা ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। এটি অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

 মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ