ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী থানায় স্ত্রী’র জিডি এনজিও পদক্ষেপের সহকারী হিসাব রক্ষক মাসুদ নিখোঁজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৪ ১৪:৫৪:২০

রাজবাড়ীতে বেসরকারী সংস্থা পদক্ষেপ এনজিওর সহকারী হিসাব রক্ষক মাসুদ রানা(৩২) দুইদিন ধরে নিখোঁজ রয়েছে।

 গত ২রা ডিসেম্বর দুপুর ১২ টায় অফিস থেকে বের হওয়ার পর আর কোন সন্ধান পাওয়া যায়নি তার। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

 এ ঘটনায় নিখোঁজ মাসুদ রানার স্ত্রী মোসাঃ সানজিদা ফারহানা(২৬) গত ৩রা ডিসেম্বর রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেন। জিডি নং-১৩২, তাং-০৩-১২-২০২৪।

 জিডি সূত্রে জানা গেছে, মাসুদ রানা সজ্জনকান্দা টিএসসি রোডে অবস্থিত 'পদক্ষেপ' এনজিও তে চাকরি করে। গত ২রা ডিসেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে সে সকালের নাস্তা করে অফিসে যায়। ওইদিন সে দুপুর আনুমানিক ১২টার দিকে অফিস থেকে বের হয়ে যায়। পরে সে আর অফিসে না যাওয়ায় ওইদিন দুপুর ২টার দিকে অফিসের ম্যানেজার মাসুদ রানার বাড়ীতে গিয়ে খোঁজ করেন। পরে মাসুদ রানার মোবাইল নম্বরে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 জানা গেছে, নিখোঁজ মাসুদ রানার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। তার গায়ের রং শ্যামলা। মুখমন্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি, নীল রংয়ের জ্যাকেট ও পরনে কালো প্যান্ট ছিলো।

 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, পদক্ষেপ এনজিওর সহকারী হিসাবরক্ষক মাসুদ রানার নিখোঁজের ঘটনায় তার স্ত্রী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ