ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সাহিত্য পরিষদের আয়োজনে ১১তম আসরের সাহিত্য বৈঠক আজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৫ ১৪:৩৬:৪১

রাজবাড়ী সাহিত্য পরিষদের আয়োজনে ১১তম আসরের সাহিত্য বৈঠক আজ ৬ই ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 

 এবারের সাহিত্য বৈঠকে প্রধান আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট লেখক, চিন্তক ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

 এছাড়াও অতিথি হিসেবে থাকবেন সাবেক সচিব ও রেক্টর পিএটিসি এ.কে.এম আবদুল আউয়াল মজুমদার।

 এ উপলক্ষে গতকাল ৫ই ডিসেম্বর সকালে শহরের ভাজন চালায় ফুড প্যালেসে সংবাদ সম্মেলন করেন রাজবাড়ী সাহিত্য পরিষদ। 

 সংবাদ সম্মেলনে এবারের সাহিত্য বৈঠকের রূপ রেখা তুলে ধরেন রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ।

 এতে রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, নুরুল হক আলম, চৌধুরী আহসানুল করিম হিটু, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সৌমিত্র শীল চন্দন বক্তব্য রাখেন।

এ সময় রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বজন, যুগ্ন সম্পাদক ইউসুফ বাসার আকাশ ও কোষাধ্যক্ষ আব্দুল হালিম বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 সংবাদ সম্মেলনে রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি নুরুল হক আলম বলেন, সাহিত্যের ক্ষেত্রে রাজবাড়ী হচ্ছে উর্বর ভূমি। মীর মশাররফ হোসেন, কাজী মোতাহার হোসেন, রোকনুজ্জামান খান দাদা ভাই, রশিদ চৌধুরীর মতো বিশিষ্ট ব্যক্তিদের জন্মভূমি রাজবাড়ী। রাজবাড়ীর অতীত ছিল সাহিত্য ও সাংস্কৃতি জগৎ। বর্তমানও তাই রয়েছে। রাজবাড়ী সাহিত্য পরিষদের আয়োজনে  ১১তম আসর সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ৬ই ডিসেম্বর। আমাদের সৌভাগ্য সেখানে বিশিষ্ট লেখক, চিন্তক ও গবেষক অধ্যাপক  ড. সলিমুল্লাহ খানের আনতে পেরেছি। এটা রাজবাড়ীবাসীর জন্য সৌভাগ্য। 

 আহসানুল করিম হিটু বলেন, আমরা চাই যে এ জেলার ঐতিহ্য দেশে ও বিদেশের মানুষ রাজবাড়ী সাহিত্য পরিষদের মাধমে জানতে পারবে। সেই অংশ হিসাবেই আমাদের আয়োজনে বিশিষ্ট লেখক, চিন্তক ও গবেষক অধ্যাপক  ড. সলিমুল্লাহ খান রাজবাড়ী আসছেন। রাজবাড়ীর সর্বস্তরের জনগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। 

 আজিজা খানম বলেন, রাজবাড়ী সাহিত্য পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানে রাজবাড়ীবাসীর অনেক বেশি আপ্লুত করবে। বিশিষ্ট লেখক, চিন্তক ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খানের বক্তব্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ