রাজবাড়ী সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে মারিয়া হক। গত ৫ই ডিসেম্বর বিকেলে বিদায়ী ইউএনও মোঃ রবিউল আলমের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় নবাগত ইউএনও মারিয়া হককে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী ইউএনও রবিউল আলম।
এর আগে গত ২রা ডিসেম্বর নবাগত ইউএনও মারিয়া হক রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে এসে যোগদান করেন।
জানা গেছে, নবাগত ইউএনও মারিয়া হক ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ী ঢাকা জেলার ডেমরায়। তিনি ২০১৭ সালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসট্রেট হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর ২০২০ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০২৩ সালের ১১ই সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর ২১শে সেপ্টেম্বর তিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।
নবাগত ইউএনও মারিয়া হক বলেন, ইউএনও হিসেবে রাজবাড়ী জেলা আমার দ্বিতীয় স্টেশন। সততা ও নিষ্ঠার সাথে আমি রাজবাড়ীতে কাজ করতে চাই। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।