ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজবাড়ীতে সাহিত্য পরিষদের ১১তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-১২-০৬ ১৪:১০:৪১

 রাজবাড়ী সাহিত্য পরিষদের আয়োজনে ১১তম আসরের সাহিত্য বৈঠক গতকাল ৬ই ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

 রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষানুরাগী নাসিম শফির সভাপতিত্বে সাহিত্য বৈঠকে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট লেখক, চিন্তক ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

 অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি চৌধুরী আহসানুল করিম হিটু, সহ-সভাপতি নুরুল হক আলম প্রমূখ বক্তব্য রাখেন।

 রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদের সঞ্চালনায় জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি নাহিদ আহমেদ, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রাজবাড়ীর নারী নেত্রী দেবাহুতী চক্রবর্তী, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি আতাউর রহমান, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বজন, যুগ্ম-সম্পাদক ইউসুফ বাসার আকাশ ও কোষাধ্যক্ষ আব্দুল হালিম বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 প্রধান আলোচক ড. সলিমুল্লাহ খান আলোচনা সভায় সাহিত্যের উৎস ধারা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

 
রাজবাড়ীর সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে নিহত জাহাজ মাস্টার কিবরিয়া ও সবুজ  হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী পরিবারের
সর্বশেষ সংবাদ