“নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৯ই ডিসেম্বর রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বক্তব্য রাখেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের শিক্ষক সাদমান সাকিব রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, রাজবাড়ী মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আবু জাফর, জীবিকা মহিলা সংস্থার সভানেত্রী শাহনাজ ইসলাম জুলিয়া, মীম নারী বান্ধব মহিলা সমিতির সভানেত্রী ফরিদা রহমান বক্তব্য রাখেন।
এ সময় জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরীসহ নারী নেত্রী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্য পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, আজকে শুধু বেগম রোকেয় দিবসই না, আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। আগে নারীদেরকে সবকিছু থেকে অবরুদ্ধ করে রাখা হতো। মানসিকভাবে অবরুদ্ধ করে রাখা হতো। সবদিক থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিলো নারী তুমি পর্দার মধ্যে থাকবে, তোমার কণ্ঠ থাকবে অবরুদ্ধ, তোমার কন্ঠ পুরুষ যেনো শুনতে না পায়। আমরা চাই নারী পুরুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না। পুরুষের পাশাপাশি নারীরাও একই কাজ করবে। তারা ঘরে বন্দি থাকবে না। আমরা কোন বৈষম্য চাই না। নারীরা ঘর সামলানোর পাশাপাশি বাইরে কাজ করবে। পুরুষরাও বাইরের কাজের পাশাপাশি ঘর সামলাবে, সংসার সামলাবে। আমরা এতো আয়োজন, এত দিবস পালন করে কি নিরাপদে আছি। আমাদের মন মানসিকতার পরিবর্তন দরকার। সমাজে যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ নারীদেরকে সম্মান দিতে শিখুন। আজকের এই মঞ্চে আমার বলতে দ্বিধা নাই যে মেয়েরা অনেক বেশি সাইবার আক্রমণের শিকার হচ্ছে। কোন কিছু হলেই মেয়েদের একটা বিষয় নিয়ে ভাইরাল করা হয়। মেয়েদের ক্ষেত্রে সাইবার আক্রমণের এই ঘটনাগুলো অসংখ্য ঘটছে। যেগুলো একটি মেয়েকে পারিবারিকভাবে, সামাজিকভাবে ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করছে। এই সাইবার আক্রমণ থেকে আমি নিজেও বাদ যায়নি। এই জেলায় যোগদানের পর অনলাইন মিডিয়াতে আমাকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ পোস্ট দেয়া হয়েছিল। তাহলে কোথায় আমরা নিরাপদ। আমরা কার কাছে নিরাপদ থাকবো। আমরা একটি নিরাপদ সমাজ চাই, একটি সুন্দর দেশ গড়তে চাই। ৯৭% নারী এখনো আমরা সহিংসতার শিকার। এই সহিংসতার শিকার কি শুধু শারীরিক ও যৌন নিপীড়নের শিকার, না শুধু এর মধ্যে সীমাবদ্ধ না। আমাদের ৪৭ শতাংশ নারী এখনো মানসিক নির্যাতনের শিকার, যা কখনোই প্রকাশ পায় না। পারিবারিকভাবে আমরা এই সহিংসতার শিকার হয়ে থাকি। যৌন নিপীড়ন ও যৌন নির্যাতন কিছুদিন আগেও আমরা রিপোর্ট করতে সাহস পেতাম না, মামলা দিতে সাহস পেতাম না। কিন্তু এখন অনেকেই এগিয়ে আসছে আমাদের কাছে অভিযোগ দিচ্ছে মামলা করছে। আমরাও তার প্রতিকার দেয়ার ব্যবস্থা করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। তারপরও আমরা স্বপ্ন দেখতে চাই, আশা নিয়ে বাঁচতে চাই। আজকে যারা জয়িতা হয়েছেন তাদের পাশে নিশ্চয়ই কোনো না কোনো পুরুষ ছিল, স্বামী ছিল, সন্তান ছিল। তাদের কারণেই আজকে আমরা হয়তো এই অবস্থানে উঠে এসেছি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চূড়ায় উঠতে চাই। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা কেউ কারোর শত্রু না। কেউ কাউকে শত্রু ভাবার সুযোগ নেই। এই সমাজ এই দেশ আমাদের। এটি আমাদের একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলতে হবে। আজকে যারা শ্রেষ্ঠ জয়িতা হয়ে পুরস্কৃত হবে আমরা তাদের চ্যালেঞ্জিং গল্পগুলো শুনেছি। তাদের গল্পগুলো আমাদের অবাক করেছে। তাদের গল্পগুলো পড়তে গিয়ে আমাদের চোখ অশ্রুতে ভিজে গিয়েছে। বেগম রোকেয়া ১৯০৪ সালে বলেছিলেন পুরুষ ও নারীর সমান অধিকার থাকবে। আজকে কত বছর অতিবাহিত হলো, আমরা এই শত বছরে সমান অধিকার তৈরি করতে পারিনি। আমরা আর কত বছর পর সেই অধিকার তৈরি করতে পারবো। এই পৃথিবীটা খুবই চ্যালেঞ্জিং। এখানে কেউ কারোর জন্য তার জায়গা ছেড়ে দেয় না। আমরা সবাই একটা হাইওয়ে তে মুভ করছি, চলছি। এখানে ডিপেন্ড করবে আপনি কিভাবে চালাচ্ছেন। আপনি কত স্পিড চালাচ্ছেন, আপনি ব্রেক করবেন, এক্সিডেন্ট করবেন, আপনি পিছনে পড়ে যাবেন। মূলত এখন পৃথিবীটা খুব চ্যালেঞ্জিং। আমাদের সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। যারা পৃথিবীতে সফল হয়েছে, বিশেষ করে আজকের যে সব জয়িতারা সফল হয়েছে তারা সেই চ্যালেঞ্জ গুলো নিয়েছিলো। চ্যালেঞ্জ গুলো নিয়েই তারা সফল হয়েছে। আমরা যদি সেই চ্যালেঞ্জ গুলো আলিঙ্গন না করি আমাদের জন্য কেউ সফলতা নিয়ে আসবে না। আমরা যারা আজকে এখানে এসেছি, এই মঞ্চে যারা বসে আছেন অনেক প্রতিকূলতা পাড় করে তারা এখানে এসেছেন। তাই আমাদের চ্যালেঞ্জটাকে নিতে হবে। আমরা যে কথাটা বলি সেটা মনে ধারণ করতে হবে। আমরা যেটা চাই সেটা যদি মনে ধারণ করতে না পারি তাহলে আমরা যেই সমাজ গড়তে চাই, যেই উন্নয়ন করতে চাই সেটি কিন্তু আমরা তৈরি করতে পারবো না।
আমরা প্রত্যাশা করবো এই নির্যাতনের মাত্রা আমরা যেই চিত্রটা এখন দেখছি, সেটা আমরা দেখবো না, আর দেখতে চাই না। আমরা চাই আমরা আমাদের সকলের সমান অধিকার থাকবে, আমরা চাই আমাদের শিক্ষার অধিকার নিশ্চিত থাকবে, আমাদের কর্মের অধিকার নিশ্চিত থাকবে। সেই জন্য আমাদের যোগ্য করে তুলতে হবে। আমাদের সেই পরিশ্রম করতে হবে।
তিনি আরও বলেন, আমরা নারী উদ্যোক্তাদের পাশে থাকবো। আমরা যেই পারসেন্টেজের কথা শুনেছি, আমরা অনেক ইতিহাসের কথা শুনেছি। আমরা নিজেরাই ইতিহাস গড়তে চাই। নিজেদের ইতিহাস আমাদেরকে গড়তে হবে। সেই দৃঢ়চিত্ত মন মানসিকতা নিয়ে আমাদের পথ চলা সুন্দর করতে হবে।
জেলা প্রশাসক বলেন, আজকে যারা জয়িতা হিসেবে সংবর্ধিত হচ্ছেন তাদের কথাগুলো থেকে আমার মনে হয়েছে অনেক সংগ্রামের মধ্য দিয়ে তারা আজকে সফলতার এই অবস্থায় এসেছেন, যা আমাদের জন্য গর্বের। আমি মনে করি, যেসব নারীরা চাকুরী করে তাদের থেকে যারা নিজের পরিশ্রমের মাধ্যমে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়েছেন- অন্যদেরকে তাদের প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করছেন, তারা নারী হিসেবে অনেক বেশী সফল। আমি সবসময় তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অন্য নারীদেরকেও নিজ প্রচেষ্টায় উদ্যোগী হয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানাই। যাতে দেশের সকল নারীই কর্মের মাধ্যমে স্বাবলম্বী হয়ে সকল নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের উন্নয়নে নিজেদের সামিল করতে পারে।
আলোচনা পর্ব শেষে ৫টি ক্যাটাগরীতে নির্বাচিত জেলা পর্যায়ে ৫জন ও সদর উপজেলা পর্যায়ের নির্বাচিত ৩জন জয়িতাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।
জানা গেছে, ৫টি ক্যাটাগরিতে ২৫জনের মধ্যে শ্রেষ্ঠ ৫জনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার দেওয়া হয়।
জেলা পর্যায়ে অর্থনৈতিক ক্যাটাগরিতে স্বপ্না রানী ঘোষ (বালিয়াকান্দি), শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য রাখায় মোছাঃ রিনা পারভীন(সদর উপজেলা), সমাজ উন্নয়নে অবদান রাখায় মঞ্জুয়ারা কাদেরী(গোয়ালন্দ), সফল জননী ক্যাটাগরীতে রহিমা বেগম(রাজবাড়ী সদর) ও নির্যাতনের বিভীষিকা হতে উত্তরন ক্যাটাগরিতে পারুল আক্তার (পাংশা)কে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও রাজবাড়ী সদর উপজেলা শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে অর্থনৈতিক সাফল্যে মাফিয়া হক, সমাজ উন্নয়নে সাফল্যে রোকেয়া বেগম মিনু ও নির্যাতনের বিভীষিকা হতে উত্তরন ক্যাটাগরিতে নুরজাহান খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।