রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গতকাল ১০ই ডিসেম্বর সকালে উপজেলার জংগল ইউনিয়নের ঢোলজানি বাজারের অনুমোদনহীন সার ব্যবসায়ী দয়াল চন্দ্রকে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি বলেন, কৃষি বিপণনের লাইসেন্স না থাকা ও কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে দয়াল চন্দ্রকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।