ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধনে শেখ হাসিনার আমলে গুম-খুনের বিচার দাবী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১০ ১৪:৪০:১৭

 আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে গতকাল ১০ই ডিসেম্বর কলেজের গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবীতে এবং আওয়ামী লীগ ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নির্মম ও নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম-আহবায়ক আসজাদ হোসেন আজাদ, আতিকুল ইসলাম আতিক, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জামিল সরদার, সহ-সভাপতি জসিম খান, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল, দপ্তর সম্পাদক সুজন আহমেদ, ছাত্র নেতা রাসেল আহমেদ, তারেক রহমান, নিবিড় আহমেদ, সাজিদুল, ছাত্রদলের সদস্য শাহীদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব প্রমুখবক্তব্য রাখেন। 

 এ সময় রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি রবিন কুমার দাস, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও কলেজের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। 

 মানববন্ধনে বক্তারা বলেন, সারা বাংলাদেশে আমাদের যে সকল ছাত্রনেতা ও কর্মী এবং সাধারণ মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গুম, খুন, নিখোঁজ হয়েছে তাদের বিচারের দাবীতে আজকের এই মানববন্ধন। এই খুনি হাসিনার হাত থেকে সাংবাদিকরাও রক্ষা পায়নি। যে সাংবাদিক সত্য সংবাদে হাসিনার কুকর্মের কলম ধরেছে সেই গুম, খুন হয়েছে। সাগর-রুনীসহ অনেক সাংবাদিককে হত্যা করেছে সত্য সংবাদের কারণে। এছাড়া অনেক সাংবাদিক দেশ ছাড়া হয়েছেন এই খুনি শেখ হাসিনার জন্য। 

 তারা আরও বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে। পতনের পরও তারা নানান ষড়যন্ত্র করছে। এখনো অনেক ছাত্র নেতাকর্মী, সাধারণ মানুষ গুম হয়ে আছে। এখনো তাদের সন্তান অপেক্ষা করে থাকে তার বাবা কবে ঘরে ফিরে আসবে, তার বাবা কবে ফিরে এসে চকলেট নিয়ে আসবে, খেলনা নিয়ে আসবে। অধীর আগ্রহে এখনো তার বাবার জন্য বসে থাকে। এখনো তার বোন তার ভাইয়ের অপেক্ষায় বসে থাকে। এখনো তাদের মা তাদের সন্তানের অপেক্ষায়  বসে থাকে। দিন রাত চোখের পানি ফেলে অপেক্ষা করতে থাকে। তারা এখনো জানতে পারে নাই যে তাদের বাবা, ভাই বা আত্মীয়-স্বজন বেঁচে আছে কিংবা মরে গেছে। এই খুনি শেখ হাসিনাসহ আওয়ামীলীগের সন্ত্রাসীরা ১৫ বছর গুম, হত্যা, মানবাধিকার হরণ করে গেছে। মানুষ সত্য কথা বললে তাকে গুম করে দিয়েছে। গুম হওয়া মানুষ সে আর ফিরে আসেনি। এই খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই গুম, খুনের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিচার করতে হবে। এরপর দুর্নীতি, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর গুলি বর্ষণের বিচার করতে হবে। এই সরকারের কাছে আমাদের আবেদন তাকে দ্রুত নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। 

 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ