রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩জন নেতাকে থানা পুলিশ গত ৯ই ডিসেম্বর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
গতকাল ১০ই ডিসেম্বর বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকার মৃত বেদন মিয়ার ছেলে মোঃ সানা উল্লাহ(৫৪), বাণীবহ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রফিক উদ্দিন মিয়া(৩৯) ও রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মাজেদ মোল্লার ছেলে মোঃ আমজাদ হোসেন(৫৫)।
জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ সানাউল্লাহ রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রাজবাড়ীতে ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় এজাহার নামীয় ৭১নং আসামী। রফিক উদ্দিন মিয়া বানিবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আমজাদ হোসেন রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা দু’জনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী ও গোয়ালন্দে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গত ৯ই ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল ১০ই ডিসেম্বর সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনকে গোয়ালন্দ মোড়ে গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মোঃ জিসান খানের দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও বানীবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিক উদ্দিন মিয়াকে গত ৪ই আগস্ট টিএনটি পাড়া এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ২৬শে আগস্ট উৎস সরকারের দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহকে গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ২রা অক্টোবর মোঃ শাহিন ফকিরের দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।