রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রী চর চাঁদপুর মৌজার বেদনডাঙ্গা(৮নং ওয়ার্ড) এলাকায় প্রকাশ্যে দিবালোকে তিন ফসলের জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। ফলে ওই এলাকায় ফসলী জমি দিন দিন কমে যাচ্ছে।
সরকারী নির্দেশ অমান্য করে প্রভাবশালীরা দিনরাতে ট্রাক ভর্তি করে মাটি ইটভাটায় নিয়ে যাচ্ছে। এতে এলাকার পাকাসড়ক নষ্ট হচ্ছে। স্কুলগামী ছাত্র-ছাত্রীরা ঘনঘন ট্রাক যাতায়াতের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ইতোমধ্যে গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
এলাকাবাসী জানায়, এভাবে দিনে রাতে ইটভাটার মাটি নিয়ে ট্রাক চলাচল করলে পাকা সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়বে। এলাকায় একাধিক অবৈধ ইটভাটায় এ সকল ফসলী জমির মাটি বিক্রি হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, তিন ফসলী জমি থেকে মাটি কাঁটার কোন অনুমতি দেওয়া হয়নি এবং এমন জমি থেকে মাটি কাটার কোন সুযোগ নেই।