রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার প্রানোবেন্দ্র মজুমদার, থানা অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ সজল সোম, উপজেলা প্রকৌশলী খোন্দকার রাহাত ফেরদৌস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জংগল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু প্রমুখ বক্তব্য রাখেন।
আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জমি থেকে মাটি কাটা, রাস্তার ধারে পুকুর কাটাবন্ধ ও ভয়াবহ মাদক বিক্রি বন্ধসহ বিভিন্ন বিষয়ে সভায় গুরুত্ব পায় এবং সেটি বন্ধের জোর দাবী করেন বক্তারা।
এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ফসলী জমি থেকে মাটি কাটা অবশ্যই বন্ধ করা হবে। তবে কোথায়, কখন মাটি কাটে আমাদেরকে জানাবেন এবং মাদক নিয়ন্ত্রণে সবার সহযোগিতা লাগবে। আমাকে ও থানা পুলিশকে সহযোগিতা করবেন।