রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করলেন ইউএনডিপির মনিটরিং এন্ড ইভ্যালুশন অফিসার আশুতোষ মজুমদার।
গতকাল ১২ই ডিসেম্বর সকালে ১০টার দিকে উজানচর ইউনিয়ন পরিষদে পরিদর্শনে আসেন তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ সবুজ আলী।
পরিদর্শনকালে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, পরিষদের সচিব মোঃ ইব্রাহিম সরদার ও ইউপি সদস্যদের সাথে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে মতবিনিময়ের পাশাপশি চেয়ারম্যান ও সচিবদের সাথে মতামত, নথিপত্র দেখা এবং গ্রাম আদালত থেকে সে সমস্ত উপকারভোগীরা সেবা পেয়েছে তাদের মতামত যাচাই এবং আদালত কর্মকান্ডের সার্বিক বিষয়ে তদারকি করে ইউএনডিপির মনিটরিং এন্ড ইভ্যালুশন অফিসার আশুতোষ মজুমদার।
আশুতোষ মজুমদার বলেন, গ্রাম আদালত এমন একটি স্থান এখানে যেকোন গ্রামীণ লোক স্বল্প খরচে, স্বল্প সময়ে, দ্রুততার সাথে তার বিচার ব্যবস্থার সুযোগ নিতে পারেন। গ্রাম আদালতের মাধ্যমে সারা বাংলদেশের শান্তি প্রতিষ্ঠা করাই এই প্রকল্পের লক্ষ্য।
ইউএনডিপি, স্থানীয় সরকার বিভাগ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি পরিচালিত হচ্ছে।