রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে গতকাল ১২ই ডিসেম্বর বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে দিলবাহার চানাচুর ফ্যাক্টারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে সদর উপজেলার খানখানাপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় দিলবাহার চানাচুর ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী ও এসআই মোঃ বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।