শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে শহরের বিনোদপুর লোকশেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে রাজবাড়ী সরকারী কলেজের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনেয়ারা খাতুন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(অর্থনীতি) মোস্তফা কামালসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এরপর রাজবাড়ী সরকারী কলেজে শিক্ষক পরিষদের রুমে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অধ্যক্ষ অধ্যাপক হোসনেয়ারা খাতুন বক্তব্য রাখেন।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের শুধু এক দিনের স্মরণ নয়, প্রয়োজন সারাক্ষণ আত্মদানকারী শহীদদের কাছ থেকে সাহসী হওয়ার প্রেরণা নেওয়া। তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তখনই, যখন আমরা তাদের স্বপ্নের দেশ গড়ে তুলতে পারব। আয়োজিত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষকগণ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।