বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি রাজবাড়ী জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।
গত ৯ই ডিসেম্বর বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও বাপসুর পরিচালক কাজী শাহ আলম স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সংকলন লাইব্রেবীর স্বত্বাধিকারী মীর মোহাম্মদ জুলফিকার আলী টিটুকে আহ্বায়ক এবং গাজী বুকস এন্ড স্টেশনারীর স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম গাজীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলো- গ্রন্থ মেলার ফজলুল হক(কালুখালী), আকবর লাইব্রেরীর মীর ওমর ফারুক (রাজবাড়ী), বই জগৎ এর মোঃ আসলাম শেখ(পাংশা), মজিব লাইব্রেরীর মজিবুর রহমান(রাজবাড়ী), নিউ মাদ্রাসা লাইব্রেরীর মোঃ ইসমাইল হোসেন(রাজবাড়ী), সাত্তার লাইব্রেরীর মোঃ বিল্লাল উদ্দিন(রাজবাড়ী), নিউ স্টুডেন্ট লাইব্রেরীর মোঃ আনিসুর রহমান(বালিয়াকান্দি), জাকির লাইব্রেরীর মোঃ জাকির হোসেন(রাজবাড়ী), নাজিম বুক ডিপোর মোঃ এবিএম ইকরানুর রহমান(রাজবাড়ী), বাংলাদেশ লাইব্রেরীর উদয় শিকদার(পাংশা), সাহিত্য বিতানের মোশারফ হোসেন(রাজবাড়ী), নেছারিয়া লাইব্রেরীর মোঃ আমির হোসেন(রাজবাড়ী) ও মাকসুদা লাইব্রেরীর মুন্নু ফকির(গোয়ালন্দ)।
জানা গেছে, গত ৭ই ডিসেম্বর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১১তম ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সংঘস্মারক ও সংঘবিধির ২৬ এর "ণ" ধারায় ক্ষমতাবলে রাজবাড়ী জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংকলন লাইব্রেরীর স্বত্বাধিকারী মীর মোহাম্মদ জুলফিকার আলী টিটুকে আহবায়ক ও গাজী বুকস এন্ড স্টেশনারির স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম গাজীকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।