ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
পদ্মা নদীতে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২১ ১৩:৪৩:৫৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে পদ্মা নদী থেকে থেকে ১হাজার ৪০০ লিটার (৭ ব্যারেল) চোরাই ডিজেল তেল ও একটি নৌকাসহ ২ জন গ্রেফতার হয়েছে।

 গত ২০শে ডিসেম্বর দিনগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ২নম্বর ফেরী ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া এলাকার মৃত ছলিম শেখের ছেলে কামাল শেখ(৩৫) ও নাছির সরদার পাড়া এলাকার সাত্তার বেপারীর ছেলে হাবিল ব্যাপারী(৩২)।

 দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে এসআই মাসুদ আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২০শে ডিসেম্বর দিনগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ২নম্বর ফেরী ঘাট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি পুরাতন ট্রলার ও ৭ ব্যারেল চোরাই ডিজেল তৈলসহ ২জনকে গ্রেফতার করে।

 গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা নং-১৮, তাং-২১/১২/২০২৪, ধারাঃ ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। মামলাটি নৌ পুলিশ তদন্ত করবে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন বলেন, ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 জনশ্রুতি আছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরী এবং এ নৌরুট সচল রাখার কাজে নিয়োজিত ড্রেজার থেকে সংশ্লিষ্টদের সহযোগিতায় সংঘবদ্ধ একটি চক্র ডিজেল চুরি করে নৌপথে ট্রলারযোগে বিভিন্নস্থানে পাচার করে। এ ছাড়াও চোরাই ডিজেল বেচাকেনার জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় দোকান গড়ে উঠেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত ২জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসবে থলের বিড়াল।    

 

পদ্মা নদীতে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
রাজবাড়ীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
দীর্ঘ ১৭বছর পর কালুখালীতে জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ