রাজবাড়ী সদর উপজেলার সম্রাট নগর বাজারে অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে গতকাল ২২ই ডিসেম্বর ১১হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স টিম।
জানা গেছে, বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে সদর উপজেলার সম্রাটনগর বাজারের ফকির ফার্মেসীকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৫ হাজার টাকা, রাহিম কৃষি বীজ ভান্ডারকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৩হাজার টাকা ও সাঈদ স্টোরকে একই অপরাধে ৩হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সূর্য কুমার প্রামাণিক, এএসআই মোঃ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।