ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
মূলঘরে অসহায় শীতার্তদের মধ্যে লিল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৩ ১৪:০২:৪৫

রাজবাড়ী সদর উপজেলার মূূলঘর ইউনিয়নের পন্ডিত বাড়ীতে গতকাল ২৩শে ডিসেম্বর বিকেলে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লিল্লাহ ফাউন্ডেশন। 
 কম্বল বিতরণ অনুষ্ঠানে লিল্লাহ ফাউন্ডেশনের সভাপতি ইয়াছিন ইবনে শহীদ, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন গাজী, সেক্রেটারী  ও মূলঘর ইউনিয়ন পরিষদের  ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম মিয়া, রাজবাড়ী জেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা ফরিদ ইবনে জামাল, আঃ রহমান পাটোয়ারী, রুবেল মোল্লা ও পশ্চিম মূলঘর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আঃ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
 লিল্লাহ ফাউন্ডেশনের সেক্রেটারী ও মূলঘর ইউনিয়ন পরিষদের  ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম মিয়া বলেন, এলাকার যুব সমাজ ও প্রবাসীদের অর্থায়নে আমরা মূলঘর ইউনিয়নের ৬০টি পরিবারের মধ্যে উন্নতমানের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছি। 
 রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, কিছুদিন আগে আমরা ফেনিতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরন করেছি। এছাড়াও দেশের ক্রান্তীলগ্নে বিভিন্ন সময়ে আমরা কাজ করেছি। এই সকল অর্থ যুব সমাজ ও প্রবাসী ভাইয়েরা দিয়ে থাকে। আমাদের যুব সমাজ ও  প্রবাসী ভাইয়েরা এই লিল্লাহ ফাউন্ডেশনের মূল চালিকা শক্তি।
 লিল্লাহ ফাউন্ডেশনের সভাপতি ইয়াছিন ইবনে শহীদ বলেন, লিল্লাহ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে সমাজের মানুষের সেবা দেওয়ার জন্য। এখানে সকল ধর্মের মানুষকে প্রধান্য দেওয়া হয়। আল্লাহর  জমিনের সকল অসহায় মানুষকে সেবা করার তৈফিক দান করুক।
 কম্বল বিতরণ অনুষ্ঠানে রিফাত, নাঈম, সবুজ, মহিম, লুৎফর ও শহিদুলসহ অন্যান্য সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ