আঞ্জুমান মফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ২৩শে ডিসেম্বর সকালে সংস্থাটির কার্যালয়ে ১০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ দেলোয়ার হোসেন, প্রফেসর কুদরত আলী, আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু, কোষাধ্যক্ষ আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, মোঃ আইনউদ্দীন শেখ, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিকী, সাহেদা খাতুন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।