ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৩ ১৪:০৮:৫৫

ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৩শে ডিসেম্বর দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এস এম আল কামালের সঞ্চালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মোহাম্মদ ইসতিয়াজ ইউনুস, জেলা সমবায় অফিসার সেলিনা পারভীন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অঃ দাঃ) ডাঃ এ এইচ মুহাম্মাদুল্লাহ, কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, সদর উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অপু শিকদার, বালিয়াকান্দি উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রনি চন্দ, কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন, ডাঃ বুলবুল আহমেদ, বালিয়াকান্দি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ীর সুমনা মজুমদার, এনসিটিএফ-এর সাদমান সাকিব রাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 সভায় পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ