ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাতে রাজবাড়ীতে তাসনিম জারা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৬ ১৪:০১:৪৫

জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে জেলায় আহত ও নিহত শহীদ পরিবারের সাথে দেখা করতে গতকাল ২৬শে ডিসেম্বর সকালে রাজবাড়ীতে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মেডিকেল টিম লিডার ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক ডাঃ তাসনিম জারা।

 এ সময় তিনি আন্দোলনে আহত ও শহীদ পরিবারের বাড়ীতে গিয়ে খোঁজ খবর নেন।

 জানা গেছে, ডাঃ তাসনিম জারা রাজবাড়ী সদর হাসপাতাল ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে তিনি আহত আব্দুল্লাহ আল সালেহকে দেখতে বালিয়াকান্দি উপজেলার বহরপুরে যান। সেখান থেকে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানপুরে শহীদ আব্দুল গণির পরিবারের সাথে সাক্ষাত করেন।

 এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মেডিকেল টিম লিডার ডাঃ তাসনিম জারা আন্দোলনে আহত আব্দুল্লাহ আল সালেহ ও আন্দোলনে নিহত শহীদ আব্দুল গণির পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।

 পরিদর্শনকালে রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাঈদুর জামান সাকিব, মীর মাহমুদ সুজন, এইচ এম হাসিবুল হাসান ও মোঃ রাজীব মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ