ঢাকা রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
রাজবাড়ীর প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবো --বিএনপি নেতা অর্ণব
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-১২-২৭ ১৩:৪৭:৪৮

রাজবাড়ী পৌর যুবদলের আয়োজনে গতকাল ২৮শে ডিসেম্বর বিকেলে শহরের সজ্জনকান্দা কামনা বিল্ডিং এলাকায় পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 কর্মী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক সামছুল আলম খান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত বক্তব্য রাখেন।

 রাজবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গীটারের সঞ্চালনায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবার হোসেন মনি, রাজবাড়ী জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আইয়ুব আনসারী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রুবেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, জেলা যুবদলের সাবেক আইন সম্পাদক মিজানুর রহমান সুজন, রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবজাল হোসেন, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম খায়রু, জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানা, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাদ্দাম মন্ডল, যুবদল নেতা শহিদুল ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য রকিবুল হাসান নীরব প্রমুখ বক্তব্য রাখেন।

 প্রধান অতিথির হিসেবে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় ভোট চোর শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছিলো। সেই ফ্যাসিবাদের কারণে বাংলাদেশের মানুষ বুক ভরে নিশ্বাস নিতে পারেনি। প্রাণভরে হাসতে পারেনি। সেই ফ্যাসিবাদের পতন হওয়ার পর এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে চলে গেছে। বাংলাদেশের মানুষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে। আজকে প্রমাণ হয়েছে শেখ হাসিনার ভারতের দালাল। এই দালালদেরকে বাংলাদেশে আর কোন সুযোগ দেওয়া যাবে না। 

 তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ক্ষমতায় থেকে হাসিনা সরকার বিএনপির নেতাকর্মীদের গুম করেছে, খুন করেছে। লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেল খাটানো হয়েছে। বাংলাদেশের বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছিলো দীর্ঘদিন। এতো অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়নাঘর, ছাত্রজনতাকে নির্মমভাবে হত্যা এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এখন মানুষ মুক্ত ভাবে চলাফেরা করতে পারছে। আমাদের এখন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানতে হবে। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে এই অঞ্চলের এমপি বানাতে হবে। এজন্য আমাদের রাজপথে থাকতে হবে। বিজয় না আসা পর্যন্ত আমাদের মাঠে কাজ করতে হবে।

 প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাবেক সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ ভোট দিতে পারে নাই। আপনারা এখানে যারা আছেন তারা নির্বাচন দেখেননি। কিন্তু যারা মুরুব্বী আছে তারা জানে ইলেকশন কি, ইলেকশন কেমন হয়। ইলেকশন অসম্ভব সুন্দর জিনিস। এখানে প্রতিটি মানুষ ৫ বছর পর পর তার ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে। দীর্ঘ ১৭ বছরে বাংলাদেশে এমন ন্যাক্কারজনক সময় কখনো আসেনি। আসুন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সামনে এমন সুন্দর একটি দেশ পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলবো যাতে কেউ বলতে না পারে আমাদেরকে আপনারা ঠকিয়েছেন। আমি আজকে কথা দিয়ে গেলাম রাজবাড়ী হবে নিরপেক্ষ একটি জায়গা। রাজবাড়ীর প্রতিটি মানুষের অধিকার হবে আমার অধিকার। মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করাসহ এর জন্য আমার যা করা দরকার তাই করবো। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো আপনাদের সাথে।

 তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ হচ্ছে জাতীয় ইলেকশন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে আমরা বিপুল ভোটে জয়ী করে এই অঞ্চলের এমপি বানাবো। এর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের সাথে মিশতে হবে। মানুষের সাথে থাকতে হবে, একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। রাজবাড়ী খুব সুন্দর একটি শহর ছিলো। কিন্তু বিগত ১৫ বছরে রাজবাড়ী দূষিত হয়ে গেছে। আসুন সবাই মিলে একসাথে দূষিত পরিবেশটাকে সুন্দর একটি শহর তৈরি করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উপহার দেই।

 ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সকলকে একসাথে দেখে অনেক খুশি লাগছে। আমি খুব শিগগিরই আমি আপনাদের সাথে একটি সভায় একসঙ্গে হবো। আমরা সবাই মিলে এই অঞ্চলে, এই এলাকায় একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য সকলে মিলে কাজ করবো।

 এ সময় জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, পৌর যুবদল, কৃষকদল, শ্রমিক দল, জেলা ছাত্রদল, মহিলা দল, ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
রাজবাড়ীর প্রতিটি মানুষের অধিকার  প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবো --বিএনপি নেতা অর্ণব
রাজবাড়ীতে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও কর্মী সভা অনুষ্ঠিত
রাজবাড়ী সরকারী শিশু পরিবার ও মাদ্রাসায় কম্বল ফল নিয়ে ডিসি
সর্বশেষ সংবাদ