রাজবাড়ীতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে গতকাল ২৮শে ডিসেম্বর দুপুর ১টার দিকে শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোট জেলার শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বালিয়াকান্দির স্কলার্স স্কুলের প্রধান শিক্ষক জাফর আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমন্বয়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন।
বালিয়াকান্দির শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার গণিত বিভাগের সিনিয়র শিক্ষক আবু হান্নান হিরণের সঞ্চালনায় অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অবিলম্বে তাদের চাকুরী জাতীয়করনের দাবী জানান। এছাড়াও তাদের দাবী পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন তারা। সভায় রাজবাড়ী জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা আসেন এবং তাদের দাবী-দাওয়ার কথা বলেন।