রাজবাড়ীতে কনস্টেবল পদ থেকে নায়েক পদে বাংলাদেশ পুলিশে পদোন্নতি পেয়েছেন মোঃ হারুন অর রশিদ।
গতকাল ২৮শে ডিসেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে তাকে র্যাংক ব্যাজ পরিধান করান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানান এবং পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
র্যাংক ব্যাজ পরিধানকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।