ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের ৫ম বর্ষে পদার্পণে আলোচনা সভা-শিক্ষা বৃত্তি প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৯ ১৫:১৯:০৫

 ‘সোনালী সমাজ গড়ব মোরা, এটাই মোদের প্রত্যয়, সকল বাধা রুখবো মোরা, আমরা করবো জয়’ এই শ্লোগানে গতকাল ২৯শে ডিসেম্বর বিকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে স্বেচ্ছাসেবী সংগঠন সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

 এছাড়া সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক গঠন করা হয়।

 সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিন্থীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা এবং বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ফারহানা জাহান মিনি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের সদস্যসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 ঘোষিত কমিটিতে সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিন্থী, সহ-সভাপতি মোঃ নাছিম শেখ, সাধারণ সম্পাদক কেএম তাহছিন(মুগ্ধ), যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রবিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইহাম বিন সামি, অর্থ সম্পাদক সানজিদা আক্তার, দপ্তর সম্পাদক হাফিজা আফরিন মৃত্তিকা এবং রিয়ান ইসলাম জিতুকে প্রচার প্রকাশনা সম্পাদক করা হয়েছে। 

 অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা সবাই পরিবর্তন চাই এবং আমরা সবাই সুন্দর সিস্টেম চাই। এই সিস্টেম তৈরি করতে সবাইকে যে পরিবর্তন হতে হয়, নিজেকে যে পরিবর্তন হতে হয়, নিজেকে আরেকজনকে সম্মান দিতে হয় সেটা আমরা চাই না। আমরা নিজেকে পরিবর্তন করতে চাই না। আমি যখন সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের প্রথম মিটিং করেছি। তখনই আমার মনে হয়েছে তোমরা সেই পরিবর্তনটা চাও। তোমরা নিজেদের মধ্যে পরিবর্তন এনেছো। এটিই সবচেয়ে বড় বেপার। যে নদীতে ঢেউ নেই সে নদীতে কখনো দক্ষ নাবিক তৈরি হতে পারে না। তোমাদের এই চ্যালেঞ্জ ছিল বলেই তোমরা আজ দক্ষতার পরিচয় দিয়েছো। খুব ভালো কাজ করছো। আমরা চাই তোমাদের এই ভালো কাজ আরো বৃদ্ধি করতে। আমরা একটি সুন্দর সমাজ গড়তে চায়। সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই। তোমাদের দিকে তাকিয়ে আছে এই বাংলাদেশ। অনেক প্রত্যাশা এই তরুণ সমাজের প্রতি। 

 আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, শিক্ষাবৃত্তি ও কেক কাটা হয়। এরপর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
 মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক  পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ