রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের ২০২৫-২৭ নির্বাচন গত ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে হুমাইয়া আক্তার রিন্থী ৬৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে কে এম তাহছিন মুগ্ধ ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
সহ-সভাপতি পদে মোঃ রাসেল শেখ ৫১ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল রবিন ৫৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাফিন ৫৭ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইহাম বিন সামি ৫৮ ভোট, অর্থ সম্পাদক পদে সানজিদা আক্তার ৮০ ভোট, দপ্তর সম্পাদক পদে হাফিজা আফরিন মৃত্তিকা ৬৭ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিয়ান ইসলাম জিতু ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
নির্বাচনে ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোঃ হেপাজুল হক হলি প্রিজাইডিং অফিসার ও মোঃ ফেরদৌসুর রহমান সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও ২০ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ করা হয়েছে। গবেষণা বিভাগের পরিচালক পদে শোভন সরকার, উপ-পরিচালক মিম খাতুন, উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ হোসাইন মাহমুদ, উপ-পরিচালক মোঃ আলামিন বিশ্বাস, পরিকল্পনা বিভাগের পরিচালক পদে আমির হামজা, উপ-পরিচালক পদে মোঃ আরাফাত, শিক্ষা ও কল্যাণ বিভাগের পরিচালক পদে মোঃ সাদ, উপ-পরিচালক পদে মোঃ হাফিজুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভাগে পরিচালক পদে মোঃ নাসিম শেখ, উপ-পরিচালক পদে মোঃ আসিফ, অনুষ্ঠান ব্যবস্থাপনা বিভাগে পরিচালক পদে রাইসা ইসলাম, শৃঙ্খলা বিভাগে পরিচালক পদে মোঃ সিয়াম কাজী, আন্তঃসম্পর্ক বিভাগের পরিচালক পদে মিসকাত হোসেন বানি, সংগঠন প্রশাসন বিভাগের পরিচালক পদে আদর রহমান, নারী ও শিশু বিভাগের পরিচালক পদে মোহনা খন্দকার সেজুতি, উপ-পরিচালক পদে মিম খাতুন, আইসিটি বিভাগের পরিচালক পদে মোঃ আসিফ খা, উপ-পরিচালক পদে রজনী আক্তার, ক্রীড়া ও সংস্কৃতিক বিভাগের পরিচালক পদে মোঃ রিফাত মাহমুদ ও উপ-পরিচালক পদে মোঃ অনিক নির্বাচিত হয়েছে।