রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল ১লা জানুয়ারী বিকালে দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্রদলের আয়োজনে বালিয়াকান্দি মিনি স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা ছাত্রদলের সদস্য খোন্দকার শফিউল আজম শিবলুর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা দিপু মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
আমন্ত্রণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেল্লাল, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল, সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সাবেক ছাত্রদল নেতা খোন্দকার আসাদুল্লাহিল গালিব, মিতা খাতুন, খোন্দকার ফজলে রাব্বী ও খোন্দকার শোভন আরেফিন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।