ঢাকা রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০২ ১৪:১৪:৩৮

 সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া’র সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান গতকাল ২রা জানুয়ারী বাউনিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের দরিদ্র ও শীতার্ত ২হাজার ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
 প্রধান অতিথি ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এ ধরণের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যদের তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
 শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উক্ত ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, সামরিক কর্মকর্তাগণ, অন্যান্য পদবির সেনাসদস্যগণ, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বানীবহে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
রামকান্তপুরে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
 ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালুখালীতে ছাত্রদলের আন্তঃ ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ