ঢাকা রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
রাজবাড়ীতে প্রাথমিকে ৫৩ ভাগ শিক্ষার্থী বই পেলেও পায়নি মাধ্যমিকের শিক্ষার্থীরা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০১-০২ ১৪:১৫:১৯

 নতুন বছরের প্রথম দিনে রাজবাড়ী জেলায় প্রাথমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সব বই পেলেও মাধ্যমিকে সকল শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। 

 প্রাথমিকে চাহিদার ৫৩.৩৫ শতাংশ বই এলেও মাধ্যমিকে এসেছে চাহিদার মাত্র ৪.৩ শতাংশ।

 জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরীসহ সকল ক্যাটাগরি মিলে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫৮৫ জন। এই সকল শিক্ষার্থীর জন্য মোট বইয়ের চাহিদা রয়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৮৬২টি। কিন্তু গত ১লা জানুয়ারী বই বিতরণের প্রথম দিনে বই এসেছে ৪৮ হাজার ৫২৩টি। মোট চাহিদার বই এসেছে ৪ দশমিক ৩ শতাংশ। মাধ্যমিকে শুধুমাত্র ৮ম ও ৯ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গনিত বই গুলো এসেছে।

 জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৪৮২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৮৫২ টি। এ সকল বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪০৭ জন। মোট বইয়ের চাহিদা ৬ লাখ ৬৯ হাজার ১২২ টি। যার মধ্যে বই পাওয়া গেছে ৩ লাখ ৫৬ হজার ৯৯২ টি। বই প্রাপ্তির হার ৫৩.৩৫ শতাংশ। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সকল বই এসেছে।

 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট চাহিদার অর্ধেক বই চলে এসেছে। যে বইগুলো এসেছে সেগুলো বিতরণ করা হয়েছে। বাকি বই গুলো আসা মাত্রই দ্রুত বিতরণ করা হবে।

 রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন, গত ১লা জানুয়ারী বই বিতরণের প্রথম দিনে সকাল ১০টার পর বইয়ের ট্রাক রাজবাড়ী এসে পৌঁছায়। তারপর আমরা বিভিন্ন বিদ্যালয়ে সংবাদ দিয়ে বই পাঠানোর ব্যবস্থা করেছি। উপজেলা গুলোতে ভাগ করে পাঠাচ্ছি। একই শ্রেণির তিনটি বই এসেছে। এখন পর্যন্ত মোট চাহিদার ৪ দশমিক ৩ শতাংশ বই এসেছে। বাকি বই পর্যায়ক্রমে আসবে। আসার সাথেই আমরা সেগুলো দ্রুত বিতরণের ব্যবস্থা করবো।

 এদিকে বছরের প্রথমদিনে শিক্ষার্থীরা বিগত বছরগুলোতে বই হাতে পেলেও এ বছর না পাওয়াতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 
বানীবহে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
রামকান্তপুরে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
 ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালুখালীতে ছাত্রদলের আন্তঃ ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ