ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
রাজবাড়ীতে কৃষক দলের ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্য প্রস্তুতি সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০৫ ০০:০১:৩১

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী জেলা শাখার ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্য প্রস্তুতি সভা গতকাল ৪ই জানুয়ারী সকালে শহরের রাবেয়া লাউঞ্জ এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
 “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমানের সভাপতিত্বে কৃষক দলের কেন্দ্রীয় সংসদ ও আহ্বায়ক ফরিদপুর বিভাগীয় উপ-কমিটির সহ-সভাপতি কর্ণেল(অবঃ) এস এম ফয়সাল, প্রধান বক্তা হিসেবে যুগ্ন সম্পাদক মোঃ কামরুজ্জামান সেলিম বক্তব্য রাখেন।
 জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান, সহ-বন ও পরিবেশ বিষয়ক মোঃ আবুল হাসান মিয়া(মিয়া হাসান), রাজবাড়ী জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, একেএম জিয়াউর রহমান আরিফ, এডঃ শাহরিয়ার জামান রাজিব, আতিকুর রহমান আতিক, মুঞ্জুরুল হোসেন ও শাহ মোহাম্মদ আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় জেলা কৃষক দল, পৌর কৃষক দল ও উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথি কর্ণেল(অবঃ) এস এম ফয়সাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক দলকে ঢেলে সাজানোর জন্য ৩মাসব্যাপী ইউনিয়নে কৃষক সমাবেশ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এটিকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশ সব বিভাগের প্রায় ৬০ ভাগ ইউনিয়ন কৃষক সমাবেশ হয়ে গেছে। ফরিদপুরেও ২০ ভাগ হয়ে গেছে। রাজনীতির মূল বিষয় চ্যালেঞ্জ। আপনারা চ্যালেঞ্জ করবেন দেখবেন সেটা হয়ে গেছে। রাজবাড়ী কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব এখন আপনাদের চ্যালেঞ্জ, খুব শীঘ্রই এটা শেষ করবেন। আপনারা খুবই গুরুত্ব সহকারে এ সমাবেশ গুলো করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ইউনিয়নের কৃষক সমাবেশ সবচেয়ে ভালো হবে তাদের ক্রেস্ট এবং নগদ অর্থ দেওয়া হবে।
 তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে কৃষিখাতে ব্যাপক লুটপাট করেছে। কৃষকের সার ও কীটনাশকের দাম না কমিয়ে বিভিন্ন অজুহাতে দাম বাড়িয়েছেন। যার কারণে বাংলাদেশ কৃষিখাতে পিছিয়ে রয়েছে। তাই দেশের উন্নয়ন করতে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে ঃ হাসনাত আব্দুল্লাহ
রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা
রাজবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের তালিকা যাচাই-বাছাই সভা
সর্বশেষ সংবাদ