ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
কালুখালীতে পূর্ব শত্রুতার জেরে কলেজ শিক্ষার্থীসহ ৫জনকে পিটিয়ে আহত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০৬ ১৪:৪৩:১২

রাজবাড়ী জেলার কালুখালীতে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

 গত ৫ই জানুয়ারী বিকেল ৪টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা এলাকায় এ ঘটনা ঘটে।  

 আহতদের মধ্যে ২জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

 এ ঘটনায় গতকাল ৬ই জানুয়ারী সকালে জাকির মোল্লা বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫ জনকে আসামী করে কালুখালী থানায় অভিযোগ দায়ের করেছে।

 আহতরা হলো- কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে রাকিবুল ইসলাম রনি(২২), রতনদিয়া ইউনিয়নের কামিয়া গ্রামের খালেক মোল্লার ছেলে কালুখালী সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ সুরুজ মোল্লা(১৯), রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে জাকির মোল্লা(৫০), একই গ্রামের মালেক মোল্লার ছেলে সোহান মোল্লা(২২) ও সোহেল মোল্লা(২৮)।

 রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তিরত অবস্থায় কালুখালী সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ সুরুজ মোল্লা বলেন, গত রমজান মাসে তুচ্ছ ঘটনা নিয়ে আমার সাথে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বিকাশ, রতন ও সম্রাটের কথা কাটাকাটি হয়। দীর্ঘদিন তাদের সাথে আমার আর দেখা হয়নি। গত ৫ই জানুয়ারী বিকেলে আমি রতনদিয়া ইউনিয়নের রুপসা এলাকায় সরিষা ক্ষেত দেখতে যাই। তখন বিকাশ, রতন ও সম্রাটসহ আরও ২০/২৫ জন আমাকে ডেকে নিয়ে লাঠিসোঁটা দিয়ে মারপিট করতে থাকে। তখন আমি আমার ভাইকে মোবাইল করে বিষয়টি জানালে তখন তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার মোবাইল, মানিব্যাগ ও আমার মোটরসাইকেল কেড়ে রেখে দেয়। এসময় তারা আমাকে আবার লাঠিসোঁটা দিয়ে মারপিট করে। পরে আমি অজ্ঞান হয়ে যায়। আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে আমি দেখি হাসপাতালে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 সুরুজ মোল্লার চাচাতো ভাই রাকিবুল ইসলাম রনি মোল্লা বলেন, আমার চাচাতো ভাইয়ের সাথে অগে থেকেই বিকাশ, সম্রাটসহ আরও কয়েকজনের সাথে ঝামেলা ছিল। গত ৫ই জানুয়ারী আমার ভাই সুরুজ রুপসা এলাকায় সরিষা ক্ষেত দেখতে গেলে তারা সুরুজকে ডেকে নিয়ে মারধর করে। সুরুজ আমাকে ফোন করলে আমি সেখানে গেলে তারাও আমাকেসহ আরও ২/৩ জনের ওপর হামলা চালিয়ে আহত করে।

 কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহেদুর রহমান বলেন, মারামারির ঘটনায় জাকির মোল্লা নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছি।

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ