ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
আমাদের সন্তানদেরকে কখনো পূর্বপাড়ায় ফিরে যেতে দেব না------জেলা প্রশাসক
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-০৭ ১৫:১০:২৭

আমাদের সন্তানদেরকে আর পূর্বপাড়ায় ফিরে যেতে দেব না। আমরা কেউ চাইনা আমাদের সন্তানরা এখানে শিক্ষার জন্য পড়তে এসেছে, সেই সন্তানরা আবার পূর্বপাড়ায়(যৌনপল্লীতে) ফিরে যাক। আমার দেশের সম্পদ আমার দেশের জনগণ, আমাদের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, তারা একদিন দেশ চালাবে। সুতরাং এই জন সম্পদকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যে ছাত্রদের আলোর মুখ, আলোর পথ দেখিয়ে শিক্ষার জগতে নিয়ে এসেছি, তাদেরকে আমরা সেই পূর্বপাড়ায় ফেরত দিতে পারি না, সেজন্য আমাদের কাজ করতে হবে। 

 গতকাল ৭ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় কেকেএস শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় পর্যায়ে এ্যাডভোকেসি ক্যাম্পেইনের মাধ্যমে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা বলেন।

 অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আকাশটি অনেক বড়, সেখানে তাকালে আর পেছনে তাকানো যাবে না। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত ও আলোকিত করতে চাই। 

 যতগুলো বাচ্চা এই স্কুলে এসেছে তারা সবাই এখানে পড়বে, এবং সেভ দ্যা চিলড্রেন তিন মাস সময় বাড়িয়েছে, আমরা চেষ্টা করছি মন্ত্রণালয় থেকে সেভ দ্যা চিলড্রেন না থাকলেও, অন্য প্রজেক্ট নিয়ে আসতে। আপনারা কেউ আশাহত হবেন না। আমার স্থান থেকে যতগুলো জায়গায় নক করা দরকার আমি তা করেছি, তাদের সাথে কথাও বলেছি, চিঠি লিখেছি। আমরা কেউ চাইনা আমার যে সন্তান শিক্ষার জন্য এখানে এসেছে, সেই সন্তান আবার পূর্ব পাড়ায় পুনরায় ফিরে যাক। পরিশেষে তিনি বলেন, আমাদের যে চ্যালেঞ্জ আছে সেটা দীর্ঘায়িত হবে, এখানে ছাত্রদের পড়ালেখার কোন সমস্যা হবে না। তারা এখানেই পড়বে। আমি এ বিষয়ে যা করার করবো।

 কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস-এর নির্বাহী পরিচালক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) মোঃ তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) জয়ন্ত দাস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন বক্তব্য রাখেন।

 কেকেএস প্রদীপ প্রকল্পের সহকারী শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান খান, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম খান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 অভিভাবক সভার শুরুতে কেকেএস প্রদীপ প্রকল্পের পক্ষ হতে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

 সমাবেশ শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে ক্রীড়া সামগ্রী উপহার দেয়া হয়।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ