ফরিদপুর জেলার সদর উপজেলায় গতকাল ৭ই জানুয়ারী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি মাইক্রোবাস ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেটম্যান বিহীন মুন্সিবাজার কাফুরা রেল ক্রসিংয়ে পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসের ট্রেনটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩জনের পরিচয় জানা গেছে। তারা হলো- নারায়ণগঞ্জ সদরের ভূইয়াপাড়া শাহসুজা রোডের বাসিন্দা লিটন চৌধুরী, ফাহমিদা শারমিন মনু ও সাজু। বাকি ২জনের নাম এ খবর লেখা পর্যন্ত জানা যায়নি। নিহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল।
এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২জন জন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় কাফুরা রেলক্রসিং হয়ে একটি ট্রেন যাচ্ছিল। এক পর্যায়ে একটি মাইক্রোবাস রেল ক্রসিংটি অতিক্রমকালে ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়। বাকি ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলের গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
তিনি জানান, সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি রেল ক্রসিং থেকে কমপক্ষে একশ’ ফুট দূরে রেল লাইনের পাশে একটি পুকুরের মধ্যে গিয়ে পড়েছিল। পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে গাড়ির ভিতরে কোন মরদেহ পাওয়া যায়নি।
ট্রেন- মাইক্রোবাস সংঘর্ষে ৫জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক(তদন্ত) জাফর ইকবাল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।