বিআরইএল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বলেছেন, আমরা রেলওয়েকে একটি দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। রেলওয়েতে সবচেয়ে বেশি হয়রানীর শিকার হচ্ছে আমার শ্রমিক ভাইয়েরা। আমরা পাকশি অফিসে গেলে সেখানে ঘুষ ছাড়া কোন কাজ হয়না। ঘুষ ছাড়া ইনক্রিমেন্ট হয় না, ফাইল নরে না। ঘুষ না দিলে ফাইল হারিয়ে যায়।
গতকাল ৯ই জানুয়ারী দুপুর ১২টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে বিআরইএল-এর নিজস্ব কার্যালয়ে রাজবাড়ী রেলওয়ে এমপ্লয়িজ লীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ আক্তারুজ্জামান বলেন, ঘুষ না দিলে ওভারটাইমের টাকা পাওয়া যায় না। রেলওয়ের রার্নিং স্টাফ যারা রাত দিন পরিশ্রম করে তারা ব্রিটিশ আমল থেকে মাইলেজ পেয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমানে চক্রান্তকারীরা এমন একটা আইন করলো তারা শ্রমিকদের মাইলেজ সুবিধা কর্তন করলো। দুঃখের বিষয় একই সঙ্গে চাকরী করে একজন মাইলেজের কিছু অংশ পাচ্ছে, আরেকজন কিছুই পাচ্ছে না। আমরা এই বৈষম্য চাই না। কারণ আমরা এই বৈষম্য দূর করার জন্যেই আন্দোলন করেছি, বিপ্লব করেছি। এদেশের তরুণ ছাত্র সমাজ জীবন দিয়েছে। সুতরাং রেলওয়ের এই বৈষম্য দূর করে আমরা সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই।তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা রেলওয়েতে কর্মরত আছি। এ দেশের মানুষের প্রত্যাশা ছিলো রেল হবে এ দেশের গণমানুষের প্রতিষ্ঠান। রেল হবে মানুষের নিরাপদভাবে গমনের একটি যানবাহন। রেলের মাধ্যমে এ দেশের মানুষের পরিবহন সমস্যার সমাধান হবে। রেলের উন্নয়ন হয় কিন্তু উন্নয়নের বেশিরভাগ অর্থ চলে যায় চাটারদের পকেটে চলে যায়। রেলের উন্নয়নের নামে যে প্রজেক্ট নেওয়া হয় ও কর্মসূচি নেওয়া হয় তার বেশির ভাগ টাকা আগে থেকেই ভাগ বাটোয়ারা হয়ে যায়। রেলের যে কেনাকাটা করার ক্ষেত্রে যে ভাউচার দেওয়া হয় সেখানে ১ হাজার টাকার জিনিস কিনে ১লক্ষ টাকার ভাউচার দেওয়া হয়। এমন বহু খবর যখন আমাদের কাছে আসে তখন আমরা ব্যথিত হই। তখন আমাদের মাথা হিট হয়ে যায়। আমরা রেলওয়েতে চাকরী করি সেটা পরিচয় দিতে পারিনা।
তিনি আরো বলেন, আমরা বলতে চাই এই অবস্থায় আমরা থাকতে চাই না। আমরা রেলওয়ের কর্মচারীরা মাথা উঁচু করে থাকতে চাই। আমরা মাথা উচু করে পরিচয় দিতে চাই আমরা রেলওয়ের কর্মচারী। রেলওয়ের এই সমস্ত দুর্নীতি বন্ধ হবে এবং রেল একটি আদর্শ প্রতিষ্ঠান হবে। রেল এদেশের মানুষের প্রত্যাশা পূরন করতে পারবে। সেই আশা নিয়ে রেলওয়ে এমপ্লয়িজ লীগ কাজ করে যাচ্ছে। রেলওয়ে এমপ্লয়িজ লীগ সেই লক্ষ্যে লোক তৈরি করছে। রেলওয়ে এমপ্লয়িজ লীগ আপনাদের পরিকল্পনার মাধ্যমে সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করে থাকে।
তিনি আরও বলেন, রেলওয়ের সকল ক্ষেত্রে অব্যবস্থাপনা রয়েছে। রেলওয়েতে এক সময় ৬৭ হাজার শ্রমিক ছিলো, কর্মচারী ছিলো। সেটা আজকে কমিয়ে দিয়ে ৪৭ হাজার করা হয়েছে। এখন বর্তমানে আছে ২২হাজার। অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই ৪৭ হাজারের কাজ ২২ হাজার শ্রমিকরা করছে। তাদের ওপর জুলুম করা হচ্ছে। তাদের ন্যায্য পাওনা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। তাদের পদন্নোতি দেওয়া হচ্ছে না, শূন্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। বেতন বাড়ানো হচ্ছে না। এই সমস্যা গুলো সমাধান না হলে আমাদের রেলওয়েকে যেই স্থানে দেখতে চাই সেখানে পৌছাতে পারবো না। এজন্য বিআরইএল আন্দোলন করে যাচ্ছে। আমরা রেলওয়ের সকল ঊর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এসকল সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি দিয়েছি।
তিনি বলেন, রাজবাড়ী রেলওয়ের শহর। রাজবাড়ীতে রেলওয়ের একটি আধুনিক কারখানা হবার কথা ছিলো। কিন্তু অদৃশ্য কারণে সেটি বন্ধ হয়ে গেছে। এই আধুনিক কারখানা হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতো। কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে। আজকের এই সম্মেলন থেকে আমরা দাবী জানাচ্ছি এই রাজবাড়ীবাসীর জন্য রাজবাড়ীতে রেলওয়ের আধুনিক গ্যারেজ ও ওয়াগান কারখানা করা হোক।
এ সময় নেতারা রাজবাড়ী রেলওয়ে স্টেশন আধুনিকায়ন ও রেলের লেক পরিষ্কার করে সেখানে বিনোদনের ব্যবস্থা তৈরি করার জোর দাবী জানান।
বিআরইএল রাজবাড়ী জেলা শাখার সভাপতি সেকেন পাট্টাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোঃ সেলিম পাটোয়ারী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মজুমদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা বিআরইএল এর সেক্রেটারী মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ প্রমুখ।
এ সময় রেলওয়ে এমপ্লয়িজ লীগ রাজবাড়ী জেলা শাখা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে বিআরইএল রাজবাড়ী জেলা শাখার ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।