ঢাকা রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫
মাটিপাড়ায় কাজী এন্টারপ্রাইজের উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১০ ১৪:৪৫:১৫

 রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়ায় কাজী এন্টারপ্রাইজের উদ্যোগে গত ৯ই জানুয়ারী সকালে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

 শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাবরিনা হাসান উর্মি ও বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজবাড়ী পৌর বিএনপির নির্বাহী সদস্য কাজী আরাফাত হাসান জিসান উপস্থিত ছিলেন। 

 শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাজী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক উর্মি বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা গরীব ও দুঃস্থ মানুষের সেবা ও সহযোগীতা করে যেতে পারি। 

 বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির নির্বাহী সদস্য কাজী আরাফাত হাসান জিসান বলেন, আজকের এই আয়োজন ছোট পরিসরে হলেও আগামীতে বৃহৎ আকারে করতে পারি সেই জন্য আপনারা দোয়া করবেন। এ সময় দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

যৌথ বাহিনীর অভিযানে দয়ালনগর থেকে বিদেশী অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী হাফিজ গ্রেপ্তার
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
 রাজবাড়ী উদীচীর দ্বাদশ সম্মেলনে সভাপতি শংকর-সম্পাদক এজাজ
সর্বশেষ সংবাদ