ঢাকা রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫
প্রশাসনিক কাজে রাজবাড়ী জেলার সকল মানুষের সব ধরণের সহযোগিতা পেয়েছি--------জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১০ ১৪:৫১:১৯

 রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এ জেলার মানুষ খুবই আন্তরিক। আমি এখানে প্রশাসনিক কাজে জেলার সকল মানুষের সব ধরণের সহযোগিতা পেয়েছি। প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য এই জেলা খুবই উর্বর। এ জেলায় স্বল্প সময়ের দায়িত্ব পালনকালীন সময়ে আমি রাজবাড়ী জেলাবাসীর প্রতি কৃতজ্ঞ।

 গতকাল ১০ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী জেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রে জুম্মার নামাজ আদায়ের প্রাক্কালে মুসল্লীদের সাথে বিদায়ী কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, রাজবাড়ীর এই স্বল্পতম সময়ে সরকার প্রধানসহ তিন বাহিনী প্রধানের রাজবাড়ী সফর সুন্দর ও স্বার্থকভাবে আয়োজন ছিল প্রশাসনের একটি বড় চ্যালেঞ্জ। আমার জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও রাজবাড়ীবাসীর সহায়তা এটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মহান বিজয় দিবস উদযাপনসহ আরও বেশ কিছু আয়োজন আমাদের করতে হয়েছে।

 তিনি আরও বলেন, রাজবাড়ীকে একটি আধুনিক জেলা হিসেবে গোড়ে তোলার ক্ষেত্রে আমাদের বেশকিছু পরিকল্পনা ছিল। বিশেষ করে পর্যটন শহর হিসেবে আকর্ষণীয় করে তোলার জন্য রাজবাড়ীর গোদার বাজার ঘাটে দৃষ্টিনন্দন করার একটি প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়েছে। অতি শীঘ্রই এর কাজও শুরু হবে। এমনকি জেলা সদরের ভবদিয়া ডাঃ আবুল হোসেন ট্রাস্টের আধুনিক মিউজিয়াম করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 এছাড়া রাজবাড়ী শিশু পার্ক সচল করার পরিকল্পনাও অনুমোদন হয়েছে। বেশ কিছু রাইড আনা হচ্ছে। এগুলো স্থাপন করা হলে শিশু পার্কটিও সচল হবে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট একটি ঐতিহ্যবাহী ঘাট। ব্যস্ততম এই দৌলতদিয়া ঘাটে জনসাধারণের শোচাগারের ব্যবস্থা না থাকায় জনদূর্ভোগ বাড়ছে। এ সমস্যারও সমাধানকল্পে প্রয়োজনীয় অনুমোদন প্রাপ্তির সুসংবাদ জানান তিনি।

 তিনি রাজবাড়ীবাসীকে তার পরবর্তী কর্মস্থল নারায়নগঞ্জ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, রাজবাড়ীতে যিনি নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন তার প্রতি আমার শুভ কামনা রইল। তার সাথে আমার কথা হয়েছে। তিনি অত্যন্ত দক্ষ। তিনি বর্তমান সময়ের চেয়ে নিশ্চয়ই আরও সুচারুভাবে রাজবাড়ীকে উন্নয়ন ও আধুনিকায়নের চেষ্টা করবেন। 

 জেলা প্রশাসক সকলকে সালাম, শুভেচ্ছা ও তার কর্মকালীন সময়ে সর্বাত্নক সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 উল্লেখ্য, গত ৯ই জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলী করা হয়েছে। একই আদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনু বিভাগের উপ-সচিব (রপ্তানি-২ শাখা) হিসেবে কর্মরত সুলতানা আক্তারকে রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক হিসেবে দ্রুততম সময়ে যোগদান করবেন বলে জানা গেছে।

 

যৌথ বাহিনীর অভিযানে দয়ালনগর থেকে বিদেশী অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী হাফিজ গ্রেপ্তার
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
 রাজবাড়ী উদীচীর দ্বাদশ সম্মেলনে সভাপতি শংকর-সম্পাদক এজাজ
সর্বশেষ সংবাদ