ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় ব্যবসায়ী আলমগীর হোসেনের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০১-১১ ১৪:১৪:৪২

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও পাংশা পৌর শহরের মেসার্স আলম এন্টারপ্রাইজের মালিক মোঃ আলমগীর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে গতকাল ১১ই জানুয়ারী বিকালে কে.জি রোডস্থ তার বাসভবন চত্বরে এলাকার দুস্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

 কর্মসূচির উদ্বোধন পর্বে পাংশা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার ও মেসার্স আলম এন্টারপ্রাইজের মালিক মোঃ আলমগীর হোসেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোসহ মানবিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

 এ সময় পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, ড. কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ কাশেদ আলী, পাংশা উপজেলা জাসাসের সভাপতি জাকির হোসেন সরদার ও পাংশা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। শীতার্ত নারী-পুরুষ লোকজন কম্বল পেয়ে খুশি হয়।

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ