চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তি ও হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবীসহ ৩দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।
গতকাল ১২ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদ রাজবাড়ী জেলা শাখার ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং জেলবন্দি পরিবারের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে লিফলেট বিতরণ করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে বিডিআর কল্যাণ পরিষদ জেলা শাখার সমন্বয়ক ল্যান্স নায়েক সহকারী মোঃ আমিরুল ইসলাম জাকির, হাবিলদার মোঃ সোহরাব হোসেন, সদস্য সিপাহি মোঃ শফিকুল ইসলাম, সিপাহী মোঃ মিলন মোল্লা, ল্যান্স নায়েক আক্তার হোসেন, সাজাপ্রাপ্ত ল্যান্স নায়েক সহকারী রাজকুমার পালের বড় ভাই মাধব কুমার পাল, স্ত্রী সুমি রাণী পাল, বিডিআর সদস্য মৃত উসমান আলীর স্ত্রী মর্জিনা উসমান ও আবুল কালাম আজাদের স্ত্রী ঝিনুক জাহানসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও জেলবন্দি পরিবারের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে পুনর্বহাল করা হয়। যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে সাজা প্রদান করা হোক। আমরা ১৮ হাজার ৫২০ জন বিডিআর এর বেশিরভাগ অংশ নির্দোষ ও নিরাপরাধ। আমাদের চাকুরী পুনর্বহাল করা হোক এবং সকল সুবিধা প্রদান করা হোক। আমরা যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। একইসঙ্গে বন্দি বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। বিডিআর সদস্যরা ১৬ বছর ধরে মানবেতর জীবন অতিবাহিত করছে এবং ইতোমধ্যে হতশাগ্রস্ত কিছু সদস্য মৃত্যুমুখে পতিত হয়েছে।
মানববন্ধনে স্বজনদের পক্ষ থেকে তিনটি দাবী তুলে ধরা হয়। দাবীগুলো হলো- পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সকল নির্দোষ বিডিআর সদস্যের মুক্তি।
প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারী সকল প্রকার সুযোগ সুবিধা (যেমনঃ রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল বা যোগদান করাতে হবে।
তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে।
এ দাবী সমূহ এদেশের ১৮কোটি গণ মানুষের দাবী, সুশীল সমাজের দাবী বলে জানিয়েছেন প্রাক্তন বিডিআর সদস্য ও তাদের পরিবার।