রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই জানুয়ারী সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর সাদমান ইবনে আলম, সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আব্দুর রহমান ও বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) উপ-পরিচালক জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা কারাগারের জেল সুপার মোঃ এনামুল কবির, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী বিআরটিএর সহকারী পরিচালক মোঃ আছিরুদ্দিন, জিআরপি থানার সহকারী পরিদর্শক(এসআই) সাকুর আহমেদ, র্যাব-১০ এর প্রতিনিধি অসীম ও জেলা আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট হাওয়া খাতুন প্রমুখ তাদের কর্মকান্ড তুলে ধরেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসানের সঞ্চালনায় এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, রাজবাড়ী ওজোপাডিকের নির্বাহী প্রকৌশলী মামুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, রাজবাড়ী আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর প্রণব কুমার রায়, রাজবাড়ী আদালতের জিপি এএনএম শহিদুল ইসলাম, পিপি আব্দুর রাজ্জাক-২, রাজবাড়ী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মেদ, রাজবাড়ী এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ জোনায়েদ হোসেন খানসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাসমূহে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, এডিস মশা নিধন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, আমাদের জেলায় বেশ কয়েকটি হত্যা সংগঠিত হয়। প্রত্যেকটি হত্যাকান্ডের রহস্য পুলিশ উদঘাটন করেছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। হত্যাকান্ডের ব্যবহৃত আলামত উদ্ধার করেছি। এছাড়াও বেশ কিছু ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ছিনতাই, চুরি ও ডাকাতি বিষয়ে মামলাগুলো তদন্তাধীন আছে এবং বেশ কিছু মামলার অগ্রগতি হয়েছে। এ সমস্ত ঘটনার সাথে কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিগত ৭ ও ৮ই জানুয়ারী পুলিশ বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে ওয়ান শুটার গান ও বিদেশি অস্ত্র ও কার্তুজ রয়েছে। এগুলো উদ্ধারের পাশাপাশি আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদক উদ্ধার করেছি। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান প্রতিনিয়ত চলে। সার্বিকভাবে সকল ধরনের পরিস্থিতি ভালো আছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছি। বর্তমানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ২ মাস ১০দিন আপনাদের সাথে ছিলাম। এতো অল্প সময়ে রাজবাড়ীতে কোন জেলা প্রশাসক ইতিপূর্বে থাকেনি। এই কম সময়ে আমরা একসাথে পথ চলছি। প্রত্যেকটি কাজেই আমি আপনাদের সহযোগিতা পেয়েছি।
আমার কর্মকালীন এই সংক্ষিপ্ত সময়ে ৩রা নভেম্বর তারিখে যে দিন আমি কার্যক্রম শুরু করি সেদিন ট্রেন নিয়ে মানববন্ধন ও ট্রেন থামিয়ে বিক্ষোভ হয়। সে সময় আমি রেলওয়ের ডিজি, সচিব ও উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করেছিলাম। এরপরে ছিলো শহীদ খুশি রেলওয়ে মাঠে মার্কেট নির্মাণের একটি বিষয়। রাজবাড়ীর এই একটি মাত্র মাঠে সরকারী প্রোগ্রামসহ সকলে খেলাধুলা করে। রাজবাড়ী শহর ছোট একটি শহর। ছেলে মেয়েদের জন্য খেলার মাঠ নেই। আগামীর প্রজন্মের জন্য ও আমাদের ছেলে মেয়ের জন্য এই মাঠটি বাঁচাতে আমরা চেষ্টা করেছি। আমি তাৎক্ষণিক রেলওয়ের সচিবকে চিঠি লিখলাম। এরপর সেটির কাজ বন্ধ আছে। এরপর পেঁয়াজে বীজ নিয়ে জেলায় জটিল একটি ঝামেলা তৈরি হলো। আমি সাথে সাথে বীজ মনিটরিং কমিটির সভা করে সচিব ও উপদেষ্টার সাথে কথা বলে নতুন করে কৃষকদের আবার বীজ দিয়েছি। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিলো। এই জেলায় কর্মকালীন সময়ে আমার কাছে মনে হয়েছে জেলা ট্যুরিজম সেক্টরেকে একটু ডেভেলপ করা উচিত। আমরা বেশ কয়েকটি স্পট নিয়ে কাজ করছিলাম। মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেগুলো অনুমোদন এনেছি। বিশেষ করে পর্যটন শহর হিসেবে আকর্ষণীয় করে তোলার জন্য রাজবাড়ীর গোদার বাজার ঘাটে দৃষ্টিনন্দন করার একটি প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়েছে। অতি শীঘ্রই এর কাজও শুরু হবে। আবুল হোসেন ট্রাস্টকে মিউজিয়ামে রূপান্তর করারও অনুমোদন মন্ত্রনালয় থেকে এনেছি। এছাড়া রাজবাড়ী শিশু পার্ক সচল করার পরিকল্পনাও অনুমোদন হয়েছে। বেশ কিছু রাইড আনা হচ্ছে। এগুলো স্থাপন করা হলে শিশু পার্কটিও সচল হবে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট একটি ঐতিহ্যবাহী ঘাট। ব্যস্ততম এই দৌলতদিয়া ঘাটে জনসাধারণের শোচাগারের ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যারও সমাধানকল্পে প্রয়োজনীয় অনুমোদন আনা হয়েছে। এছাড়াও জেলা কারাগারে ৪৫২ জন বন্দী আছে। তাদের জন্য আমরা হাতের কাজ শেখানোর জন্য ট্রেনিং-এর ব্যবস্থা করেছি। এছাড়াও আমি নিজে গিয়ে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেছি। রাজবাড়ীর এই স্বল্পতম সময়ে সরকার প্রধানসহ তিন বাহিনী প্রধানের রাজবাড়ী সফর সুন্দর ও স্বার্থকভাবে আয়োজন ছিল প্রশাসনের একটি বড় চ্যালেঞ্জ। রাজবাড়ীবাসীর সহায়তা এটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মহান বিজয় দিবস উদযাপনসহ আরও বেশ কিছু আয়োজন আমাদের করতে হয়েছে।
তিনি আরো বলেন, অল্প সময় হলেও সকল কাজকর্মে আমি আপনাদের সহযোগিতা পেয়েছি। এই জেলা কাজ করার মতন একটি জেলা। এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। আপনারা খুবই ভাগ্যবান এর পরে যে জেলা প্রশাসক আসছেন তিনিও অত্যন্ত ভালো। আমার খুবই ভালো লাগছে এই রকম যোগ্য জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করব। তিনি আমার রেখে যাওয়া কাজগুলো শেষ করতে পারবেন। জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ীতে আমার প্রথম স্টেশন। এটি আমার সারা জীবন মনে থাকবে ও স্মরণীয় হয়ে থাকবে।
তিনি রাজবাড়ীবাসীকে তার পরবর্তী কর্মস্থল নারায়ণগঞ্জ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, রাজবাড়ীতে যিনি নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন তার প্রতি আমার শুভ কামনা রইল। তার সাথে আমার কথা হয়েছে। তিনি অত্যন্ত দক্ষ। তিনি বর্তমান সময়ের চেয়ে নিশ্চয়ই আরও সুচারুভাবে রাজবাড়ীকে উন্নয়ন ও আধুনিকায়নের চেষ্টা করবেন।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, ক্যান্সার ও কিডনি ইত্যাদি রোগীদের অনুদান-প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, সড়ক দূর্ঘটনায় আহত/নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরির লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা, বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কার্যক্রম মনিটরিং কমিটির সভা, কারাগারে থাকা শিশু কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্সের সভা ও মাদ্রাসা সমূহের এডহক কমিটিসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।