ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে বিদায় সংবর্ধনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১২ ১৫:২৪:০০

 বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বদলিজনিত বিদায় সংবর্ধনা গতকাল ১২ই জানুয়ারী সন্ধ্যায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পাল, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, মোল্লা ইফতেখার আহমেদ ও সাদ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, গত বছরের ৩০শে অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বছরের ২রা নভেম্বর জাহিদুল ইসলাম রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। ২ মাস ১০ দিন তিনি জেলার ২৫তম জেলা প্রশাসক হিসেবে কাজ করেছেন।

 রাজবাড়ী জেলায় যোগ দিয়ে দ্রুতই জনবান্ধব ডিসি হিসেবে সুনাম অর্জন করেন জাহিদুল ইসলাম মিঞা। তিনি হয়ে উঠেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন এবং আহতদের একান্ত আস্থার ঠিকানা। তাদের সবার শেষ ভরসাস্থল হয়ে উঠেছিলেন এই জেলা প্রশাসক। 

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ