॥ জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
গতকাল ১৩ই জানুয়ারী বেলা ১১টায় বড়পুল থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে এসব লিফলেট বিতরণ করেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে সাকিব, প্রভা, আফরিন, তামিম, আমিনুল, আব্দুলাহ, পিয়াস, নিয়ামুল, অর্ণব, ইব্রাহীম খলীল, আবু রাইহান রাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের সময় তারা বলেন, জুলাই এর প্রেরণাকে ঘোষণা দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশব্যাপী যে গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল তারই কিছু প্রেক্ষাপটের যৌতিক দাবীগুলো এই লিফলেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি বিগত সময়ে স্বৈরাচারী সরকার আমাদের নির্যাতন করেছে। আইনশৃংখলা বাহিনীকে তারা তাদের মতো ব্যবহার করেছে। আমরা চাই প্রশাসন জনগণের কল্যাণে কাজ করবে সবসময়।
বিতরণ করা লিফলেটে উল্লেখ করা ৭টি দাবী হলো- ১। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে।
২। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।
৩। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
৪। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে।
৫। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
৬। নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে।
৭। জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।