রাজবাড়ীতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গতকাল ১৪ই জানুয়ারী সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আব্দুর রহমান, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, রাজা সূর্য কুমার ইনিস্টিউটের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার বিশ্বাসসহ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান। প্রস্তুতিমূলক সভায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফল করার লক্ষে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।