রাজবাড়ী থানা পুলিশ গতকাল ২০শে জানুয়ারী সন্ধ্যায় শহরের ২নং রেলগেট এলাকায় অভিযান চালিয়ে থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সোহেল শেখ(৩৫)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সোহেল শেখ শহরের বিনোদপুর লোকসেড এলাকার শেখ গোলাম নবীর পুত্র।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গত ২০শে জানুয়ারী সন্ধ্যায় সদর থানার এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার ২নং রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত সোহেল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।