ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫
তারুণ্য উৎসব উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২০ ১৪:৩৮:৫৫

তারুণ্য উৎসব উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে জানুয়ারী সকালে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ও রেলগেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

 র‌্যালীতে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

 র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

 তিনি বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মই ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজকে যেভাবে র‌্যালীতে অংশগ্রহণ করে এই প্রোগ্রামকে সুন্দর করেছেন, আপনারা প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন। তরুণদের জন্য এই প্রোগ্রামগুলোর আয়োজন। তোমরা সবাই অংশগ্রহণ করবে আমাদের পরবর্তী কর্মসূচীগুলোতে।

 
 মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
তারুণ্য উৎসব উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ