ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫
মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০১-২০ ১৪:৫৩:৫১

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবীতে রাজবাড়ী শহরে গতকাল ২০শে জানুয়ারী দুপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী শহরের বড়পুল থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বড়পুল থেকে প্রেসক্লাব হয়ে রাজবাড়ী শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে তারা।
 সমাবেশে বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মীর মাহমুদ সুজন, মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ টোকন মন্ডল, ফাহাদুল ইসলাম, মোঃ হাসিবুল ইসলাম, মেহজাবিন মুস্তারি আফরিন, তুষার পাটোয়ারি, রাজিব মোল্লা, মাহাদি রাকিবুল হাসান, মেডিকেল ভর্তি পরীক্ষার্থী সাইমুন, মোঃ সজিবুল ইসলাম সজিব ও নাগরিক কমিটির প্রতিনিধি সোহেল তানভীর প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, গতকাল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় যে রেজাল্ট হয়েছে সেখানে কোটা পদ্ধতি মেনে রেজাল্ট প্রকাশিত হয়েছে। কোটার কারণে অনেক অযোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।  ৪০-৪৫ নম্বর পেয়ে কোটায় অনেকে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু মেধায় ৭০/৭৫ নম্বর পেয়ে অনেকে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 
 ফ্যাসিস্ট সরকার কর্তৃক যে কোটা ব্যবস্থা সেটা এখনো রয়েছে। কোটার জন্য হাজার হাজার মানুষের রক্ত ঝড়েছে। অনেক মানুষ শহীদ হয়েছেন। রক্তের সাথে বেঈমানি করে বর্তমান সরকার কোটা প্রথা মেনে রেজাল্ট দিয়েছেন। যেহেতু এই সরকার নির্বাচিত সরকার নয় এটা একটা বিপ্লবের ফলে আসা একটি সরকার। তাদের আরও বিপ্লবী ভূমিকায় আগানো উচিত ছিলো।
 দ্রুত সময়ের মধ্যে এই কোটা প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্তি করে নতুন করে ফলাফল প্রকাশ করতে হবে। কোটা প্রথা বিলুপ্ত না করলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ার করেন তারা।
 বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

 

 মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
তারুণ্য উৎসব উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ