রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২১শে জানুয়ারী দুপুর ১২টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দিন, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রণব কুমার রায়সহ জেলার এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার এনজিও বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।