ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
শৈত্যপ্রবাহ ঃ আলাদীপুর বাজার থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৫ ১৪:৩৬:৫৯

 রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজারের ফুটওভার ব্রিজের পাশে থেকেঅজ্ঞাতনামা এক পাগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 গতকাল ২৫শে জানুয়ারী সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, গতকাল ২৫শে জানুয়ারী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মোঃ উজ্জল খান(৪০) সদর থানায় এসে জানান যে, গত ২০/২৫ দিন যাবৎ রাজবাড়ী সদর থানার আলাদীপুর বাজারে অজ্ঞাতনামা ১জন বস্ত্রবিহীন পাগল ঘোরাফেরা করত এবং সে রাতে বাজারের পাশে ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করত। গতকাল ২৫শে জানুয়ারী সকাল ১০টায় ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানান যে, আলাদীপুর বাজারে অবস্থানরত অজ্ঞাতনামা পাগলটি মারা গিয়েছে। তখন গ্রাম পুলিশ উজ্জ্বল খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত লোকজনের কাছে জানতে পারেন যে অজ্ঞাতনামা পাগল শৈত্যপ্রবাহের কারণে ২৫শে জানুয়ারী সকাল ৮টা থেকে একই তারিখ সকাল ৯টার মধ্যে যে কোন সময় মৃত্যুবরণ করে বস্ত্রহীন অবস্থায় আলাদীপুর বাজারের ওভারব্রিজের পশ্চিম পাশে রাস্তার উপর পড়ে আছে। পরে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোট প্রস্তুত করে। 

 সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান আরো বলেন, বর্তমানে মৃত দেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে আছে। এ খবর লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ