নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সড়ক ও জনপথ(সওজ) বিভাগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ২৬শে জানুয়ারী দুপুরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযানকালে দুদকের টিম রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ নিয়ে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট গত তিন অর্থ বছরের রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেন। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম সরকারী পরিত্যক্ত ভবন পরিদর্শন, বিগত বছর ও চলতি অর্থ বছরের ভাউচার ও কার্যতালিকা সংগ্রহ করে। অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাস বলেন, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগে নানাবিধ অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আমাদের হাতে আসে। এই অভিযোগের প্রেক্ষিতে দুদুক ফরিদপুর কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগে অভিযান পরিচালনা করেছে। প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্র আমরা যাচাই-বাছাই করে কমিশনে পাঠাবো। কমিশন পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে।