ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
চট্রগ্রামের হাটহাজারীতে গ্রীণ ডাটা স্টোরেজ সেন্টার স্থাপনের সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৬ ১৩:৫৬:৫৯

 বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের(বিটিসিএল) চট্টগ্রামের হাটহাজারীতে ১৫০ একর অনাবাদি জমিতে বেসরকারি খাতের বিনিয়োগের মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) মডেলে একটি বিশেষ গ্রিন ডাটা স্টোরেজ সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে

 এ প্রকল্পে ট্রানজ্যাকশন অ্যাডভাইসরি সেবা প্রদান করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(এডিবি)। এ উদ্যোগ দেশের অর্থনীতি এবং প্রযুক্তি খাতকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে।

 ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ড. মুশফিকুর রহমান এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা(সচিব) মোহাম্মদ রফিকুল ইসলামের সম্মানিত উপস্থিতিতে এই প্রকল্পের গুরুত্ব নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।

 চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেন বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, এমওপিটিআইটরি অতিরিক্ত সচিব(কোম্পানি) আবুল খায়ের মোহাম্মদ সালেহ উদ্দিন, পিপিপিএ-এর মহাপরিচালক (প্রশাসন ও র্অথ) একেএম আবুল কালাম আজাদ এবং এডিবি এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জি ওং।

এছাড়া এডিবি-এর তাকিও কোনিশি সার্ড ডিজি, বিআরএম-এর মোঃ মারুফ হোসেন, এ এম আল আমিন এবং বিটিসিএল, এমওপিটিওআইটি ও পিপিপিএ-এর অন্যান্য উচ্চপদস্থ র্কমর্কতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 এই গ্রিন ডাটা স্টোরেজ সেন্টার দেশের প্রযুক্তি ও অর্থনীতির অগ্রযাত্রায় এক মাইলফলক স্থাপন করবে বলে আশা করেন তারা।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ